সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দীপিকা-আনুশকার পথ ধরেই আসছেন দিয়া মির্জা

দীপিকা-আনুশকার পথ ধরেই আসছেন দিয়া মির্জা

Dia Mirzaবলিউড নায়িকা দীপিকা পাডুকোন এবং আনুশকা শর্মার পর একই পথ ধরে এবার ঢাকায় আসছেন ‘রেহনা হ্যায় তেরে দিলমে’ খ্যাত বলিউড হট কুইন দিয়া মির্জা। উল্লেখ্য, দিয়া মির্জা অভিনীত ‘রেহনা হ্যায় তেরে দিলমে’ ছবিটি সেসময় ভারত ও বাংলাদেশের তরুণ হৃদয়ে ঝড় তুলেছিলো।

আগামী ২১ আগস্ট ঢাকায় পা রাখবেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আলো ছড়াবেন এ অভিনেত্রী। জানা গেছে, প্রসাধনী সামগ্রী পন্ডস’র প্রচারণায় তার এ ঢাকা সফর। এদিন সন্ধ্যায় র‌্যাম্পে হাঁটবেন দিয়া। পাশাপাশি পন্ডস নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছে আয়োজন সূত্র।

মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল বিজয়ী দিয়া মির্জা ‘রেহনা হ্যায় তেরে দিলমে’ ও ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির মাধ্যমে বলিউডে ঝড় তুলেন। ৪০টিরও বেশি বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে কাজ করেছেন দিয়া মির্জা। এছাড়া তিনি বেশ কিছু সামাজিক সচেতনতামূলক কাজের সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

– ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: