Home / প্রচ্ছদ / দুই দুইবার অস্কার জিতেছিলেন পর্নোস্টার সানি লিওন!

দুই দুইবার অস্কার জিতেছিলেন পর্নোস্টার সানি লিওন!

Awardsসানি লিওন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং আমেরিকান পর্নোতারকা। তিনি বর্তমানে মূলধারার অভিনেত্রী হিসেবে ভারতে থিতু হওয়ার চেষ্টায় আছেন। কিন্তু তার বিতর্কিত পেশা আর কর্ম যেন পিছু্ই ছাড়ছে না। আপনি জেনে অবাক হবেন সানি লিওনের পেশাগত ঝুলিতে ইতিমধ্যে জমা পড়েছে দুই দুইটি অস্কার। কি চোখ কপালে উঠল! আমি কিন্তু মোটেও ভুল বলিনি। তিনি যেমন মূলধারার অভিনেত্রী নন তাই তার ভাগ্যে যে মূলধারার অস্কার জুটবে না তা তো বলাই বাহুল্য।

তিনি জিতে নিয়েছিলেন পর্নোগ্রাফির অস্কার ‘এভিএন অ্যাওয়ার্ড’ বা অ্যাডাল্ট ভিডিও নিউজ অ্যাওয়ার্ড। সানি ২০১০ এবং ২০১৩ সালে পর্নো ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেছেন। তার এই কৃতিত্বই যেন ভারতীয়দের কাছে তাকে অসমাদৃত করেছে। সম্প্রতি বিতর্কিত এই পর্নো তারকার বাংলাদেশে আসা নিয়েও সর্ব মহলে প্রতিরোধের গুঞ্জন শোনা যাচ্ছে। নিষিদ্ধ কর্মে এমন যার অর্জন তাকে যে সভ্য আর ধর্মপরায়ণ কোন দেশ সাধুবাদ জানাবে না তা বোধ হয় আয়োজকরা ভুলেই বসে ছিলেন।

-নতুনবার্তাডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: