সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে এ পর্যন্ত দুই বাংলাদেশি হাজী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের একজন ফিরোজা খানম। তিনি জামালপুরের বাসিন্দা। আর অপরজন সুনামগঞ্জের জুলিয়া হুদা।
ফিরোজা খানমের ছেলে খন্দকার মাজহারুল ইসলামের বরাত দিয়ে হজ কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খন্দকার মাজহারুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে, পদদলিত হয়ে তার মা ফিরোজা খানম মারা গেছেন। ফিরোজা খানম তাঁর ছেলের সঙ্গে হজে এসেছিলেন।’
অপরদিকে জুলিয়া হুদার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা।
-শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.