সাম্প্রতিক....
Home / জাতীয় / দুদকের মামলায় তারেকের শাশুড়ির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুদকের মামলায় তারেকের শাশুড়ির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সৈয়দা ইকবাল মান্দ বানু। সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

আদালতে দুদকের জমা দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে ১২ এপ্রিল বুধবার এই আদেশ দেন মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা।

আদালতে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সংবাদমাধ্যমকে জানান, এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আদালত আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

এই আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। পরে ইকবাল মান্দ বানুর রিট খারিজ করে দেয় হাইকোর্ট।

২০১৪ সালের ৩০ জানুয়ারি সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব জমা না দেওয়ায় দুদকের ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় এ মামলা দায়ের করেন উপপরিচালক আর কে মজুমদার।

মামলার তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকার।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/