সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দেশের বাজারেও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারেও কমলো স্বর্ণের দাম

Goldআন্তর্জাতিক বাজারে সোনার দর কমার কারণে দেশের বাজারেও পণ্যটির দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে মানভেদে ১ হাজার ৫৪০ টাকা থেকে ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত দাম কমেছে। নতুন মূল্য বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ ৯ মার্চ সোনার দাম কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভাল মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২ হাজার ৯৮২ টাকায়। গত ৯ মার্চ নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৫২১ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৩৯ টাকা। অন্যদিকে ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৪২২ টাকার বদলে ৪০ হাজার ৮৮২ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৪০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৪ হাজার ২৩৪ টাকায়। এর আগে দাম ছিল ৩৫ হাজার ৭৭৩ টাকা। এক্ষেত্রে কমেছে ১ হাজার ৫৩৯ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রুপার দামও কমবে। আজ পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ১ হাজার ০৫০ টাকা। প্রতি ভরিতে ৫৯ টাকা কমে বৃহস্পতিবার তা বিক্রি হবে ৯৯১ টাকায়।

 – শীর্ষনিউজডটকম,ডেস্ক।   

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/