জেলার নিরপেক্ষ পত্রিকা দৈনিক আজকের দেশবিদেশ দীর্ঘ সতের বছর পার করে আঠার বছরে পর্দাপণ করতে যাচ্ছে, এ উপলক্ষ্যে পূর্বঘোষিত প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আইয়ুবুল ইসলাম।
সভায় আজকের দেশবিদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পেকুয়া প্রতিনিধি আবদুল্লাহ আনসারী, চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাশ, টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ রাসেল, কোর্টবাজার সংবাদদাতা রফিক মাহমুদ, চকরিয়া সংবাদদাতা জহিরুল ইসলাম, মহেশখালী প্রতিনিধি শাহাবুদ্দিন আহমদ, নিজস্ব প্রতিবেদক টেকনাফ হাফেজ মোহাম্মদ কাশেম, নিজস্ব প্রতিবেদক উখিয়া রফিকউদ্দিন বাবুল, কম্পিউটার ইনচার্জ নেছার আহমদ, বিজ্ঞাপন ম্যানেজার বিজয় কুমার ধর, নিজস্ব প্রতিবেদক বেদারুল আলম, শহিদুল্লাহ কায়সার, দীপক শর্মা দীপু, ইকরাম চৌধুরী টিপু, প্রিয়তোষ পাল পিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন এম.আর মাহবুব।
You must be logged in to post a comment.