অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ঘোষিত প্রাথমিক দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখানো মুস্তাফিজুর রহমান অবধারিতভাবেই রয়েছেন প্রাথমিক স্কোয়াডে।
প্রায় বছর খানেক পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন টাইগার স্পিনার সোহাগ গাজী।
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে গেল বছরের অক্টোবরে গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৪ সদস্যের প্রাথমিক দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, আরাফাত সানি, জুবায়ের হোসাইন, সোহাগ গাজী, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। সূত্র : শীর্ষ নিউজ
You must be logged in to post a comment.