সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ার লবণ ব্যবসায়ীকে মহানগরে অপহরণের ১৪ ঘন্টা পর পণ দিয়ে মুুক্ত

পেকুয়ার লবণ ব্যবসায়ীকে মহানগরে অপহরণের ১৪ ঘন্টা পর পণ দিয়ে মুুক্ত

shafiq - 01780099800, Cox'sBazar, Bangladesh.

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

পেকুয়ার এক লবণ ব্যবসায়ীকে চট্টগ্রাম মহানগরের চকবাজারে অপহরণের ১৪ ঘন্টা পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে চকবাজার থেকে অপহরণ করা হয় পেকুয়ার মগনামা ইউনিয়নের মৃত আবু ছৈয়দের ছেলে লবণ ব্যবসায়ী মো.লিয়াকত আলী (৩২)কে। রাতে অপহরণকারীদের মুঠোফোনে দাবী করা ৭০ হাজার টাকা মুক্তিপণ হিসাবে বিভিন্ন বিকাশ নাম্বারে পাঠালে রবিবার ভোরে লিয়াকতকে ছেড়ে দেয়া হয়।

মুক্তির পর লিয়াকত জানান, লবণ বিক্রয়ের টাকা চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা থেকে নিয়ে ফেরার পথে চকবাজার এলাকায় তাকে অপহরণ করে পূর্ব পরিচিত ৩জনসহ একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে অচেনা স্থানে নিয়ে জিন্মি করে রাখে। এসময় তার পকেটে থেকে লবণ বিক্রয়ের ৫৫ হাজার টাকাও হাতিয়ে নেয়। পরে চাচা শ্বশুর শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করে আরো ৭০হাজার ২ শত টাকা বিকাশের মাধ্যমে আদায়ের পর তাকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে লিয়াকতের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনাস্থল চট্টগ্রামের চকবাজার হওয়ায় কোন থানায় মামলা করবেন আইনজীবির সাথে তা নিয়ে পরামর্শ করা হচ্ছে বলে লিয়াকত ও তার আত্মীয়রা জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/