নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদরের রেষ্ট হাউজ সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ১১৬.৬৩ ঘনফুট অবৈধ চোরাই কাঠসহ দুইটি জীপ (চাঁন্দের গাড়ী) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
৩১ বিজিবি সূত্র জানায়, ২৬ আগষ্ট বিকেল তিনটার দিকে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কাঠসহ যানবাহন জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালক ও সহকারি পালিয়ে যায়।পরে আটককৃত কাঠ ও যানবাহন নাইক্ষ্যংছড়ি বনবিট অফিসে জমা দেওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ পিএসসি জি প্লাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ চোরাচালান, কাঠ পাচার ও পরিবহন রোধ করার জন্য বিজিবি’র এ ধরণের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
You must log in to post a comment.