নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের রেষ্ট হাউজ সংলগ্ন এলাকা থেকে ৯৬ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ১১ আগষ্ট দিবাগত রাত তিনটার দিকে টহলরত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দু‘টি প্লাস্টিকের বস্তায় পলথিন মোড়ানো এসব চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন, রামুর মহেশেরকুম গ্রামের মৃত ইয়াছিনের ছেলে বশির আহমদ (২০), কাউয়ারকোপ ইউনিয়নের কবরি আহমদের ছেলে মোহাম্মদ রাসেল (২২) ও কক্সবাজার সদরের মোহাম্মদ ইমরান (২১)।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৬ লিটার চোলাই মদ কক্সবাজারের দিকে পাচার করা হচ্ছিল। পাচারকালে তিন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট মাদক পাচার আইনে মামলা রুজু করে তাদেরকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়।
You must log in to post a comment.