ইফসান খাঁন ইমন, নাইক্ষ্যংছড়ি :
“স্বাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মত নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস ২০১৫ নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টাউন হলে মিলিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ।
সহকারি শিক্ষা অফিসার আর্শীষ কুমার আর্চায্যের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.কামাল উদ্দিন, প্রতিমন্ত্রির প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি চোচু মং মার্মা প্রমূখ।
এদিকে উপজেলার বাইশারী ইউনিয়নে, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় কম্পাউন্ড থেকে স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি বের হয়। র্যালিতে শিক্ষার্থী ছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
You must be logged in to post a comment.