নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বজ্রপাতে উম্মে হাই প্রকাশ লেট্টনী (৩২) নামের এক মহিলা নিহত হয়েছে। একই সময় বজ্রপাতে নুর আহমদ (৫০) নামের এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪ অক্টোবর বিকাল ৪ টা থেকে তুমুল বৃষ্টিপাত অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টাব্যাপী ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার আর্দশ গ্রাম এলাকার ফরিদুল আলমের স্ত্রী উম্মে হাই প্রকাশ লেট্টানী (৩২) তার বাড়ীর উঠানে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে নিহত হয়। একই সময় বজ্রপাতের আঘাতে উপজেলার পার্শ্ববর্তী গর্জনিয়ার রাজঘাট এলাকার মৃত গুরা মিয়ার পুত্র নুর আহমদ (৫০) গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে মেডিকেল অফিসার পলাশ চৌধুরী বলেন, বজ্রপাতে আহত নুর আহমদের অবস্থা আংশকাজনক। তাকে উন্নত চিকিৎসার
জন্য নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বজ্রপাতে উপজেলার সীমান্ত এলাকার চাকঢালা এলাকায় ১ জন ও গর্জনিয়ার ট্যাম বাজারে ১জন নিহত হয়েছে বলে জানা যায়। এ পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি।
You must be logged in to post a comment.