মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৭ বিজিবি কর্তৃক ৫অক্টোবর ২০১৫ইং তুমব্রু বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৯১০ পিস ইয়াবা আটক করেছে।
তুমব্রু বিওপি’র নায়েক মুহাম্মদ আবুল বাশার-এর নেতৃত্বে ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ৯টায় করিডোর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত ইয়াবার মোট মূল্য ৮ লক্ষ ৭৩ হাজার টাকা।
অপরদিকে ৬ অক্টোবর মঙ্গলবার ঘুমধুম বিওপি’র সীমান্তবর্তী বেতবুনিয়া বাজার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশ মিয়ানমার-এ ফেরত পাঠিয়েছে।
১৭ বিজিবি’র অতিরিক্ত অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আসামীবিহীন আটককৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রেখে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি’তে পর্ষদের মাধ্যমে ধ্বংস করা হবে। পাশাপাশি চলতি অক্টোবর ২০১৫ মাসে সর্বমোট ১২৩ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.