নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়কে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক আহত হয়েছে। ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় সড়কের জারুলিয়াছড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পরস্পর বিপরীত দিক দিয়ে আসা যাত্রীবাহী দুটি মোটর সাইকেল অতিক্রম করার সময় সংঘর্ষে আরোহী চার যুবক আহত হন।
আহতরা হলেন, রুপনগর গ্রামের শামসুল আলম, আবু তাহের, বিছামারা গ্রামের নুরুল আমিন ও জারুলিয়াছড়ি গ্রামের উমাংচিং মার্মা। এদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলেও বাকী তিনজনকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.