মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ১১ আগষ্ট মঙ্গলবার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর সদস্যরা ১৮ জন অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি তুমব্রু ও ঘুমধুম সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল এবং বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশে (মিয়ানমার) ফেরত পাঠানো হয়েছে।
১৭ বিজিবি’র পক্ষে অতিরিক্ত পরিচালক ইমরান উল্লাহ সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানো বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ আগস্ট মাসে সর্বমোট ৫১ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
You must log in to post a comment.