গিয়াস উদ্দীন ভুলু, টেকনাফ :
কিছুতেই থামছেনা ইয়াবা পাচার। টেকনাফ সীমাস্তে প্রতিনিয়ত ধরা পড়ছে লক্ষ লক্ষ ইয়াবা। সোমবার গভীর রাতে ৪২ বিজিবির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ নাফনদী থেকে দেড় লাখ পিস ইয়াবা পিসসহ মোঃ রহমত উল্লাহ (২০) নামক এক মিয়ানমার নাগরিককে আটক করেছে। আটক যুবক হচেছ, মিয়ানমার মংডু ডেইল পাড়া এলাকার আমির আহাম্মদের।
৬ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ন সদর দপ্তরে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ জাফরুল হক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, মঙ্গলবার ভোর রাতে তার নেতৃত্বে একটি বিশেষ টহলদল জওয়ানরা মাদক ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদে নাফনদীর ১নং স্লুইচ গেইট কেওরা বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একটি নৌকা এগিয়ে আসলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পাচারকারী নাফনদীতে লাফ দিয়ে পালিয়ে গেলেও একটি ইয়াবা ভর্তি প্যাকেট ও একটি নৌকাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ও নৌকাসহ আটক যুবককে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন।
You must be logged in to post a comment.