নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া এলাকায় নাফ নদীতে ভেসে আসা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বিজিবি। ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে শাহপরীরদ্বীপ বিওপির টহলরত জওয়ানরা জোয়ারে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে ব্যাটালিয়ন সদর ও পুলিশে খবর দেয়।
পরে দুপুর দেড়টার দিকে টেকনাফ থানার এসআই মফিজুল ইসলাম লাশটি উদ্ধার করেন।
শাহপরীরদ্বীপ বিওপির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ইলিয়াছ জানান, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের কেউ শনাক্ত করতে পারেননি।
অন্তত ১০ থেকে ১৫ দিন পূর্বের মৃতদেহটি মৃতদেহটি একজন পুরুষের এবং তার বাম হাতে একটি তাবিজ বাঁধা রয়েছে বলে জানান তিনি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: কবির হোসেন জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
You must log in to post a comment.