নারী উদ্যোক্তাদের দেশিয় পণ্যের পসরা নিয়ে মাইডাসের আয়োজনে ৩ দিনের এসএমই ট্রেড ফেয়ার-২০১৫ শুরু হয়েছে।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে এ ফেয়ারের উদ্বোধন হয়। উদ্বোধনের পরপরই কক্সবাজারের এডিএম আবদুস সোবহান এসএমই ট্রেড ফেয়ারের স্টল গুলো পরিদর্শন করেন।
প্রধান অতিথি থেকে ফেয়ারের উদ্বোধন করেন মাইডাসের ম্যানেজিং ডিরেক্টর ডা: এ.এস.এম মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাইডাসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ.কে.এম শামসুদ্দিন, কক্সবাজারের নারী উদ্যোক্তা নয়ন সেলিনা এবং নারী সংগঠক শিউলি শর্মা প্রমুখ।
উদ্বোধনকালে বক্তারা বলেন, মাইডাস দেশে ফেয়ারের আয়োজন করে নারী উদ্যোক্তাদের মিলনমেলা ঘটাচ্ছে। দেশিয় পণ্যের বাজার সরগমর করছে। বিগত ৩০ বছর ধরে মাইডাস নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।
প্রসঙ্গত, ২৭-২৯ আগস্ট পর্যন্ত ৩ দিনের চলমান এসএমই ট্রেড ফেয়ারে স্থানিয় নারী উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২০টি স্টল মেলায় এসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
You must be logged in to post a comment.