সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নিজামীর আপিল শুনানি চলছে

নিজামীর আপিল শুনানি চলছে

Matiur Rahman Nizamiএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের ওপর শুনানি চলছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে সোমবার সকাল ১০টা ১০ মিনিটে শুনানি শুরু হয়েছে।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক থেকে পাঠ করছেন তার আইনজীবী এস এম শাহজাহান।
চতুর্থ দিনের মতো নিজামীর আপিলের এ শুনানি শুরু হয়েছে। চলতি বছরের ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়।
এর আগে গত ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুকের কিছু অংশ পাঠ করেন নিজামীর ওই আইনজীবী।
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, “মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার বেশ কয়েকদিন শুনানি হয়েছে। চলতি সপ্তাহেও শুনানি হবে। সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ার আগেই অর্থাত্ ১৫ ডিসেম্বর সময়ের মধ্যে এ শুনানি শেষ হবে।”

-নতুন বার্তাডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/