সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নিজেকে ‍সুপার হট করতে ১০ লাখ খরচা করলেন পরিণীতি…!

নিজেকে ‍সুপার হট করতে ১০ লাখ খরচা করলেন পরিণীতি…!

নিজেকে সুপার হট করতে ১০ লাখ খরচা করলেন পরিণীতি...!

নিজেকে সুপার হট করতে ১০ লাখ খরচা করলেন পরিণীতি…!

কঠোর ডায়েট, নিয়মিত জিম, কিন্তু তাতেও ওজন কম হচ্ছে না। তাই নিরুপায় হয়ে ওয়েট লস সার্জারির দ্বারস্থ হলেন পরিণীতা চোপড়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রপাচার করিয়েছেন এই নায়িকা। তাতেই কমিয়ে ফেলেছেন ১০ কিলো ওজন।

বলিউডের ভিতরের খবর হচ্ছে-দশ কিলো কমাতে পরিণীতাকে খরচা করতে হয়েছে ১০ লক্ষ টাকা। তবে পরিণীতার খুশির কাছে এই অঙ্ক অনেকই কম। ঘনিষ্ঠ সূত্রের খবর,“ওজন বেশি থাকায় অনেক পোশাক পরতে পারতেন না পরিণীতা। কিন্তু এখন সেই গুলি অনায়াসেই পরতে পারছেন তিনি। তাই বেজায় খুশি এই নায়িকা”।

তাছাড়া ফিল্মি ক্যারিয়ার ক্রমাগত নীচের দিকে নামছিল পরিণীতার। কিন্তু ওজন কমাতেই সিকে ছিঁড়ল ভাগ্যের। জুসি ম্যাগাজিনের ‘কভার গার্ল’ হয়ে হট ইমেজে বন্দি হলেন ক্যামেরায়।

– বাংলাদেশ বাণী টোয়েন্টিফোর ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/