Home / প্রচ্ছদ / পনেরো বছর ধরে হজযাত্রীর পেটে কাঁচি!

পনেরো বছর ধরে হজযাত্রীর পেটে কাঁচি!

পনেরো বছর ধরে হজযাত্রীর পেটে কাঁচি!

পনেরো বছর ধরে হজযাত্রীর পেটে কাঁচি!

ডাক্তারের ভুলে রোগীর অস্ত্রোপচার শেষে পেটে ছুরি কাঁচি থেকে যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় আমাদের দেশসহ পার্শ্ববর্তী নানা দেশেই এ রকম ঘটনা চিকিত্সা ব্যবস্থাকে কেবল বিতর্কিতই করেছে, এর বেশি কিছু নয়।
এবার এমনই এক নজির মিলল এক হজযাত্রীর শরীরে। নাইজেরিয়ান ওই ব্যক্তি তার পেটের ভেতর কাঁচি বহন করে বেড়াচ্ছেন গত ১৫ বছর ধরে! সবচেয়ে আশ্চর্যের বিষয় এতোদিন তার কিছুই হয়নি! এমনকি তিনি তা জানতেনও না! শেষ পর্যন্ত তা ধরা পড়লো সৌদি আরবে হজ করতে এসে।
দেশটির রাজধানী জেদ্দা বন্দরে সবাইকে অবাক করে দিয়ে ওই ব্যক্তির পেটের ভেতর কাঁচিটি শনাক্ত হয়!
সৌদি সংবাদপত্র আল-ওয়াতা’ন এক খবরে জানায়, কি করে এতো বড় একটা কাঁচি ওই ব্যক্তির পেটে ঢুকে গেল? রহস্যের দ্বার খুললো রোগীর জবাবেই। ১৫ বছর আগে একটি অস্ত্রোপচার হয়েছিল তার। তখনই হয়তো চিকিত্সক ভুলে পেটের ভেতর ওই কাঁচি রেখে শেলাই করে দিয়েছিলেন!

-গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: