কক্সবাজার প্রবাল শিল্পী গোষ্ঠী চকরিয়া শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের অর্থ সম্পাদক আরমান মাহমুদের সভাপতিত্বে এবং সংগীত বিভাগের পরিচালক সালমান শামিল সাকিব ও অভিনয় বিভাগের পরিচালক বোরহান উদ্দিন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত শিল্পী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবালের পরিচালক মুছা ইবনে হোসাইন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেসবুকভিত্তিক পত্রিকা সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও চকরিয়া কবি মল্লিক একাডেমির চেয়ারম্যান সাংবাদিক শাহজালাল শাহেদ। পরে প্রধান অতিথি প্রবাল শিল্পী গোষ্ঠী চকরিয়া শাখার কমিটি ঘোষণা করেন। কমিটিতে যথাক্রমে পরিচালক- শফিউল্লাহ মাহমুদ রুবেল, সহকারী পরিচালক- মোঃ নেজাম উদ্দিন টিটু, সহকারী পরিচালক- ওয়াহিদুল ইসলাম, অর্থ সম্পাদক- আবু তৈয়ব আজাদ, সহকারী অর্থ সম্পাদক- জুবাইরুল ইসলাম ছোটন, অফিস সম্পাদক- আলাউদ্দিন বাদশা, সহকারী অফিস সম্পাদক- সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক- তামজিদুল ইসলাম চৌধুরী, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক- জাহেদুল ইসলাম, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক- শাফিউল উমাম সানি, সহকারী শিক্ষা ও প্রকাশনা সম্পাদক- মো. সাহেবুল আকরাম, সাহিত্য ও গবেষনা সম্পাদক- তানভীর মোর্শেদ তামিম, সহকারী সাহিত্য ও গবেষনা সম্পাদক- জুলফিকার বিন হোসাইন। শিল্পী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শামিম, আবদুল্লাহ আল আবিদ, আয়াতুল্লাহ আনাস প্রমুখ। চকরিয়ায় জাতীয় শোক দিবসের সভায় হাজী মো.ইলিয়াছ এমপি স্বাধীন বাংলাদেশ গড়ার পেছনে জাতির জনকের আত্মত্যাগ জাতি কোনদিন শোধ করতে পারবে না বার্তা পরিবেশক চকরিয়া উপজেলা জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা জাতীয় শোক দিবস উদযাপন কমিটির উদ্যোগে এদিন খতমে কোরান, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ ও শোকর্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
You must be logged in to post a comment.