বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে আন্তঃসংযোগ করিডোর চালু হচ্ছে ডিসেম্বরে।১৫ ডিসেম্বর থেকে সড়ক পথে এই রুটে নিয়মিত পরিবহন চলাচল শুরু হবে।
ভারতের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
ভারতের পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবি আইএন) মধ্যে এই আন্তঃসংযোগ করিডোর চালু হবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। আর বাকি দুই দেশ মিয়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে চলতি বছরের শেষ দিকে, অর্থাত্ ডিসেম্বরে।
মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, বিবি আইএন’র প্রতিনিধিরা মোট ১৩টি রুট চিহ্নিত করেছেন।
এর মধ্যে নেপাল ও ভারতের মধ্যে পাঁচটি। বাংলাদেশ ও নেপালের মধ্যে দুটি পরিবহন করিডোরের অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যেও সমপরিমাণ রুট অনুমোদন করা হয়েছে।
পরিবহন করিডোর নিয়ে বিবি আইএন’র দেশগুলো আগেই একটি চুক্তিতে সই করেছে। ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে এই চুক্তি আগামী জানুয়ারিতে চুড়ান্ত হতে পারে।
-শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.