বাংলাদেশি ‘সত্বা’ ছবির শেষ লটের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। তবে ঢাকায় আসার চারদিন আগে পাওলিকে ‘পতিতা’ আখ্যায়িত করে যেকোনো মূল্যে তার বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন ওলামা লীগের একাংশের সভাপতি মুহম্মাদ আখতার হুসাইন বুখারী।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি দাবি জানান। একইসঙ্গে আরেক ভারতীয় অভিনেত্রী সাবেক পর্নস্টার সানি লিওনেরও বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান।
ঢালিউড সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ তারিখ ঢাকায় এসে পৌঁছাবেন পাওলি দাম। এরপর ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে ছবির শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী। ছবিতে তার বিপরীতে আছেন হালের সুপার হিরো শাকিব খান। এ ছবিতে পাওলি একজন ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন।
-বিষেরবাঁশী.কম,ডেস্ক।
You must be logged in to post a comment.