এস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ও জাতীয় সাপ্তাহিক দুর্নীতি সমাচার পত্রিকার কক্সবাজার জেলা ব্যুরো প্রধান এম. নজরুল ইসলাম সিকদার (বাবুল) বিএ সাময়িক বরখাস্তের খবর পাওয়া গেছে। গতকাল স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রেরিত এক লিখিত প্রজ্ঞাপন জারী সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফ আহমদ স্বাক্ষরিত এক লিখিত পত্র আদেশ জারী সূত্রে সংবাদটি জানা যায়। যার স্মারক ৪৬০০/০০০০/০১৭২৭০০৩১৫/১০৫১ নং পত্র সূত্রে বিষয়টি জানা গেছে।
রাজাখালী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এম. নজরুল ইসলাম সিকদার (বাবুল)’র ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করে মন্তব্য জানতে চাইলে বিষয়টি এখনো তিনি অবহিত নয় জানিয়ে বলেন, এলাকার সর্বস্তরের মানূষের বিপুল ম্যান্ডেটে নির্বাচিত ও ক্ষমতাসীন সরকারীদল আওয়ামীলীগ সমর্থীত জনপ্রতিনিধি হিসাবে তিনি পদে পদে ষড়যন্ত্র ও মিথ্যাচারের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি আরো বলেন, এধরনের একতরফা আদেশের প্রতিকার কামনায় তিনি রাজপথে ও আদালতে আইনী লড়াই চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানান।
You must be logged in to post a comment.