সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় অন্ত:স্বত্ত্বা গৃহবধূ হত্যার ৪ দিনেও মামলা না নেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পেকুয়ায় অন্ত:স্বত্ত্বা গৃহবধূ হত্যার ৪ দিনেও মামলা না নেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজারের পেকুয়ায় অন্ত:স্বত্ত্বা গৃহবধু হত্যার ৪দিনেও মামলা না নেয়ায় কক্সবাজারের শহরে মানববন্ধন, মিছিল, সমাবেশ ও পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট হয়েছে। এ সময় গৃহবধূ হত্যার অভিযুক্ত স্বামী সেনা সদস্যসহ অন্যান্যদের গ্রেফতারের শাস্তির দাবি জানানো।

পেকুয়ার সদর ইউনিয়নের শীল পাড়ার আশীষ চন্দ্র সুশীলের স্ত্রী রভা প্রভা রানী শীলের ১০ জুলাই রহস্যজনকভাবে মৃত্যু হয়। মেয়ের বাবার দাবি যৌতুক না দেয়ায় পরিকল্পিতভাবে তার মেয়েকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে। অন্যদিকে শ্বশুরবাড়ির দাবি রভা প্রভা অসুস্থ হলে তাকে চট্টগ্রামের সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করার পর তার মৃত্যু হয়।

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে এমন অভিযোগ এবং হত্যাকান্ডের ৪ দিনেও থানায় মামলা না নেয়ায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সচেতন সমাজ। পরে মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান ধর্মঘট করে।

এ সময় পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন নিহত গৃহবধূর মা বাবাকে ডেকে নিয়ে জানান-‘যদি হত্যাকান্ডের ঘটনা সত্য হয় তাহলে পুলিশের যা করণীয় তা যথাযথ করা হবে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

নিহতের হতভাগ্য বাবা বনমালী শীল জানান-‘গত সোমবার রাতে আশীষ যৌতুকের জন্য রভা রাণীে মারধর করে। তার পরিবারের স্বজনরাও রভাকে নির্যাতন করে। এতে রভা গুরুতর আহত হলে আশীষ তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। পরে বায়োজিদ থানার পুলিশ সিএমএইচ থেকে লাশ উদ্ধার করে থানায় জিডি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে ময়না তদন্ত সম্পন্ন করে। এই ঘটনায় নিহতের স্বামী সেনা সদস্য আশীষ কুমার শীলসহ ৭ জনকে অভিযুক্ত করে পেকুয়া থানায় মামলা দায়ের করলে তা গ্রহন করা হয়নি।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/