সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় চাঁদা দাবীতে অসহায় কৃষকের জমির রোপিত ধান চারা বিনষ্টের অভিযোগ

পেকুয়ায় চাঁদা দাবীতে অসহায় কৃষকের জমির রোপিত ধান চারা বিনষ্টের অভিযোগ

নিজস্ব প্রিতিনিধি; পেকুয়া :

পেকুয়ায় চাঁদা দাবীতে অসহায় মহিলা কৃষানীর জমির রোপিত ধানের চারা বিনষ্টের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, ২১ফেব্রুয়ারী মঙ্গলবার রাতের আঁধারে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা আলিজ্জাকাটা এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মৃত জাফর আলমের স্ত্রী গোলবাহার বেগম বন্দোবস্তি মূলে স্থানীয় পর্যায়ে দেড় একর জমির মালিক হন। চলতি বোরো মৌসুমে ওই জমিতে মহিলা কৃষাণী ধানের চারা রোপন করেন। সম্প্রতি উপজেলার শিলখালী ইউনিয়নের হেদায়তাবাদ এলাকার মৃত আবদুল হকের পুত্র জসিম উদ্দিনের নির্দেশে চড়াপাড়া এলাকার মৃত ফজল করিমের পুত্র সাহাবউদ্দিন প্রকাশ সুদি সাবুর নেতৃত্বে ১০/১৫জনের একদল সন্ত্রাসী ওই মহিলা কৃষানীর নিকট মোটাংকের চাঁদা দাবী করে এবং দাবীকৃত চাঁদা পরিশোধ না করলে জমির আবাদ নষ্ট সহ জায়গা থেকে উচ্ছেদের হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গভীর রাতে আমার রোপনকৃত প্রায় ১একর ৪৫শতক জমিতে রোপিত বোরো ধানের চারা বিনষ্ট করে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয়দের অবহিত করি।

অসহায় কৃষাণী গোলবাহার আরো জানিয়েছেন, ১নং আসামী জসিম উদ্দিন এলাকার প্রভাবশালী লোক। তার নির্দেশে ২নং আসামী সাহাবউদ্দিন প্রকাশ সুদি সাবু এলাকায় দখল বেদখল নিয়ে ধান্ধাবাজিতে ব্যস্ত থাকে। তাদের রয়েছে দখল বেদখলের সশস্ত্র বাহিনী। চড়াপাড়া নতুন বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নাম ভাঙ্গিয়ে সুদি ব্যবসার অভিযোগ রয়েছে। এদিয়েও সে এলাকার নিরীহ লোকজনদের সুদ ফাঁদের বেড়াজালে আটকিয়ে সর্বশান্ত বাণিজ্যে লিপ্ত। এঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন, অসহায় কৃষাণী গোলবাহার। স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/