মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ায় চিংড়িঘেরের বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে কফিল উদ্দিন (৩২) নামের এক যুবক নিহত ও হামলা-গুলিতে শিশুসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, একই এলাকার বাপ্পি (২২), জয়নাল আবেদীন (৪০), নিলুফা বেগম (১২), মোরশেদ (২৮), আজম খান (৪৫), মকছুদ (৩৫), জয়নাব বেগম (১২), সাজেদা বেগম (৩০), বাবুল (৫৫), মিনা (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চিংড়িঘেরের বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি, পরে ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে হামলা ও গুলি বিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় সরকারী হাসপাতালের চিকিত্সকরা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রকিব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ হয়ে নিহত কফিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.