নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় একদল দুর্বৃত্ত প্রতিবন্ধী এক বৃদ্ধের বসতঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলায় ওই বৃদ্ধের স্ত্রীসহ পরিবারের তিন সদস্য আহত হয়। বৃহস্পতিবার উপজেলার টইটং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম টইটং এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, ওই গ্রামের মৃত আজগর আলীর পুত্র বৃদ্ধ দলিলুর রহমান ১৯৭৮ সাল থেকে পরিবার নিয়ে পশ্চিম টইটং এলাকায় বসবাস করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে তার ভিটে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ এ্যাস্টেটের দাবী করে উচ্ছেদের অজুহাতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বৃদ্ধ দলিলুর রহমান শুক্রবার স্থানীয় সাংবাদিকদের কাছে এসে কান্না জড়িত কন্ঠে বলেন, ওয়াকফ এ্যাস্টেটের কয়েকজন কর্মচারী ও অচেনা কিছু ব্যক্তি হঠাৎ হামলা চালিয়ে আমার একমাত্র আশ্রয়স্থল বসতঘরটি গুড়িয়ে দিয়েছে। লুট করেছে আসবাবপত্র। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনিক কর্মকর্তারাও আমার অভিযোগ আমলে নেয়নি।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বসত-ঘর পূণ:নির্মাণসহ লুট করা মালামাল ফেরত পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
You must log in to post a comment.