পেকুয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে অন্তত ৬ লাখ টাকা মূল্যের দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। রবিবার ভোররাতে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত ওই ইয়াবা ব্যবসায়ীর নাম মো.শাহাদাত হোসেন(৩৫)। সে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃষ্ণাপুর এলাকার মো.দেলোয়ার হোছেনের ছেলে।
এ ঘটনায় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার এ.কে.এম জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে পেকুয়া থানায় একটি মামলা(নং-১৭/১৫ইং) দায়ের করেন।
You must be logged in to post a comment.