নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাজাসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে। রবিবার ভোররাতে থানার এ.এস.আই মো.নাজির হোসেন ও এ.এস.আই জাহিদের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন, উপজেলার বারবাকিয়া ফাশিয়াখালী এলাকার আবু বক্করের ছেলে মো. আয়াতুল্লাহ বোখারী, বুধামাঝিরঘোনা এলাকার ইসমাইলের ছেলে আবু ছৈয়দ, পেকুয়া সদর ইউনিয়নের পুর্ব মেহেরনামা এলাকার আবদু জলিলের ছেলে নুর মোহাম্মদ, রাজাখালী দশের ঘোনা এলাকার মৃত. দুলা মিয়ার ছেলে ও গ্রাম পুলিশ আবদু ছালাম।
পেকুয়া থানার এ.এস.আই মো.নাজির হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আয়াতুল্লাহ তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী, আবু ছৈয়দের বিরুদ্ধে জিআর মামলা, নুর মোহাম্মদের বিরুদ্ধে চেক জালিয়াতের মামলা ও গ্রাম পুলিশ আব্দু ছালামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট রয়েছে।
You must be logged in to post a comment.