পেকুয়ার উত্তর মেহেরনামা মচন্যকাটার প্রবাসীদের অর্থায়নে বি.এন.পির যুগ্ম মহাসচিব সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সুস্থতা কামনায় ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয় লোকজন বলেন, পেকুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী ও সদর পূর্বজোন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আজিম সওদাগর মচন্যাকাটার সৌদী ও ওমান প্রবাসীদের বন্যার্থদের সহযোগীতার জন্য বললে প্রবাসীরা বি.এন.পির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের সুস্ততা কামনায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য অনুদান প্রদান করলে পেকুয়া সদরের মচন্যাকাটা, আধাখালী, চড়াপাড়া, লীজ পাড়া, ছৈরভাঙ্গা, তৈল্যাকাটার ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াছমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের সি.যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ, পুর্বজোন যুবদলের সভাপতি ইউছুপ বিন মনির টিপু, প্রবাসী ওসমান গনি, রুস্তম আলী, আরিফ সহ স্থানীয় বি.এন.পি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। ত্রাণ বিতরণে নগদ টাকা অনুদান দেন প্রবাসী কাইছার উদ্দিন, যুবনেতা, নুরুল আজিম সওদাগর, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, প্রবাসী রুস্তম আলী, ওসমানগনি, মনোহর আলম বাদশা, আরিফ, নজরুল ইসলাম, নুরুল হুদা, মাহমুদুল করিম,রুহুল আমিন, জালাল।
You must log in to post a comment.