নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়ায় এবার ১৬টি এতিমখানায় ৭শত জন অনাথ এতিমদের জন্য চাল বিতরণ করেছেন পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খান। ৩ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠানের জন্য ১৭বস্তা চাল সরবরাহ দিয়েছেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যেগে এ খাদ্য সহায়তা এতিমদের জন্য তিনি পৌঁছে দিয়েছেন। ওই দিন উপজেলার ৭ইউনিয়নের ১৬টি এতিমখানার পক্ষে ইউএনও’র প্রদত্ত এসব চাল সহায়তা গ্রহন করেছেন ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত পরিচালক ও শিক্ষকরা।
এ ব্যাপারে পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খান জানিয়েছেন এসব এতিমখানাগুলো সমাজের বিত্তবান ও স্থানীয়দের অর্থ সহায়তায় পরিচালিত হয়ে আসছে। বহু এতিম খানায় শিক্ষা বিস্তারে ও অনাথ এতিমদের খাবার যোগান দেয়া কঠিন হয়ে পড়ে। তাই আমি উদ্যেগ নিলাম তাদেরকে কিছু দেওয়ার জন্য। আর একাজে এমপি মহোদয়ও সহযোগিতা করেছেন জানান।
You must be logged in to post a comment.