নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়া উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে নলকূপ সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
জানা যায় ১সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁনের সভাপতিত্বে নলকুপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, উপজেলা প্রকৌশলী জাহেদুল হক চৌধুরী। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের হাতে ২৪টি নলকূপের সরঞ্জাম তুলে দেন।
এসময় তিনি বলেন আপনাদের বিশুদ্ধ পানি খাওয়ার অসুবিধার কথা চিন্তা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা বরাদ্দ দেওয়া হয়েছে তা যথাযথ ভাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট
স্থানে নলকূপ বসিয়ে সবার জন্যে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করবেন।
You must be logged in to post a comment.