কক্সবাজার সদর উপজেলার পোকখালীর মুসলিম বাজার থেকে লক্ষাধিক টাকা মূল্যের মাদারট্রি (গর্জন) জব্দ করেছে রেঞ্জ কর্মকর্তা ও স্থানীয় পুলিশ। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। ১৪ আগষ্ট রাত আনুমানিক ১০ টার দিকে বর্ণিত ইউনিয়নের মুসলিম বাজার থেকে পরিত্যাক্ত অবস্থায় এ মাদারট্রি গুলো জব্দ করা হয় বলে জানা গেছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবিরের মতে, গত ২ দিন ধরে স্থানীয় বনখেকোরা ইসলামপুর ইউনিয়নের জুমনগরস্থ সমিতির পাড়া এলাকায় সামাজিক বনায়নের গর্জনগুলো পাচারের উদ্দেশ্যে কেটে নেয়। গোপন সূত্রে সংবাদ পেয়ে বিট কর্মকর্তা হাবিবুর রহমান ও তপন দে সহ সঙ্গীয় ফোর্স ঈদগাঁও পুলিশের এএসআই আমিরুলের সহযোগিতায় বর্ণিত স্থান থেকে ৬০ ফুট মাদারট্রি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষাধিক হবে বলে জানান বিট কর্মকর্তা তপন দে। তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (ইনচার্জ) জব্দের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি, জব্দকৃত মাদারট্রি রেঞ্জ কর্মকর্তার হেফাজতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।
You must be logged in to post a comment.