সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / প্রতারক বৈদ্যদের স্বর্গরাজ্যে পরিণত ঈদগড়

প্রতারক বৈদ্যদের স্বর্গরাজ্যে পরিণত ঈদগড়

Fraud

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার পাহাড়ী জনপদ ঈদগড় প্রতারক বৈদ্যদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কিছু চিহ্নিত বৈদ্য নিরীহ, সহজ-সরল মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে বছরের পর বছর ধরে। প্রতারক বৈদ্যদের প্রতারণায় সহযোগিতার জন্য এক শ্রেণীর দালালদের নিয়মিত মাসোহারা দিতে হয় বলে অভিযোগ রয়েছে।

ঈদগড়ের বিভিন্ন এলাকায় এসব বৈদ্য নামধারী লোকেরা প্রতারণা চালিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে অবাধে। গ্রাহকদের বৈদ্যের বাড়ী পৌছে দেওয়া এবং তাদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে প্রচারণা চালিয়ে বৈদ্য সম্পর্কে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন স্টেশনে দালালরা তত্পর থাকে। অনেক বৈদ্য বৈদ্যগিরির পূর্বে ছিল মদ ব্যবসায়ী, পান দোকানী, দিন মজুর কিংবা বেকার। বৈদ্যদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। বৈদ্যগিরি, ঔষধ ও ঝাড় ফুঁতে কোন কাজ না হওয়ায় তাদের উপর স্থানীয় লোকজনকে চড়াও হতেও অনেক সময় দেখা যায়।

অবৈধ এ ব্যবসার জন্য বৈদ্যদের কোন লাইসেন্স বা কাগজপত্রের প্রয়োজন না থাকায় সরকারের বিভিন্ন দপ্তরের লোকজন তাদের সম্পর্কে কোন খোঁজ খবর রাখেন না। বিষয়টির ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজর দেওয়ার প্রয়োজন মনে করেন সচেতন এলাকাবাসী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/