সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি বাদশা

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি বাদশা

Soudiaসৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। চলতি বছরের জানুয়ারিতে সৌদির বাদশা নির্বাচিত হন সালমান।

বাদশা সালমান আগামী ৩ সেপ্টেম্বর ২ বা ৩ দিনের জন্য ওয়াশিংটন যাবেন বলে ধারণা করা হচ্ছে। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করবেন। খবর এপির।
এছাড়া দেশে ফেরার পথে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি’র সাথেও সাক্ষাত্ করবেন বাদশা সালমান।

ওবামার সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের বৈঠকে যোগ না দিয়ে মে মাসে সংবাদ শিরোনামে চলে এসেছিলেন সালমান। এ বৈঠকে তার প্রতিনিধি হিসেবে যুবরাজ এবং সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং প্রতিরক্ষামন্ত্রী উপ-যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে পাঠানো হয়েছিল।

সালমানের এ পদক্ষেপকে ওবামার প্রতি কূটনৈতিক ক্ষেত্রে এক ধরণের কঠোর আচরণ হিসেবে সংবাদ মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। অবশ্য শেষ মুহূর্তে বৈঠক বাতিল করারকে সৌদি বাদশার এ জাতীয় আচরণে পড়ে না বলে দাবি করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
– ব্রেকিংনিউজডটকম.ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/