প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত্ মার্সা স্টিফেন ব্লুম বার্নিকাট। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।
সাক্ষাত্ অনুষ্ঠানে বার্নিকাট বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি সম্পাদন ও ছিটমহল সমস্যা সমাধান হওয়ার প্রশংসা করেন। এসময় তিনি পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের দায়িত্ব পালনেও সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাত্কালে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও মার্কিন দূতাবাসের উপপ্রধান ডেভিড মিল।
– ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.