প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হয়ে আমেরিকা যাচ্ছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল পত্রিকার কক্সবাজার অফিস প্রধান আবু তাহের। তিনি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আমিরাত এয়ারলাইস এর ফ্লাইটে নিউইয়র্ক এর পথে ঢাকা ত্যাগ করেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তাঁর নিউ ইয়র্ক পৌঁছার কথা রয়েছে।
সাংবাদিক আবু তাহের নিউ ইয়র্কে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে অংশ গ্রহণ করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নিবেন। আগামী ৩ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সাংবাদিক আবু তাহের ছাড়াও প্রধানমন্ত্রীর সফর সঙ্গিদের মধ্যে রয়েছেন সম্পাদক ও কলাম লেখক আবেদ খান, ফিনানসিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক কবি শিহাব সরকার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি অনুপ খাস্তগীর।
– প্রেস বিজ্ঞপ্তি।
You must be logged in to post a comment.