যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের গাড়ি বহর নিয়ে উখিয়ার ইনানী চেংছড়ি গ্রামে যাওয়ার পথে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। রাস্তার পাশে এক পর্যটক দম্পতিকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ি বহর থামিয়ে তাদের আটক করা হয়। পেশাদার দুই ছিনতাইকারী কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়ার মুহাম্মদ নবীর পুত্র মোরশেদুল আলম, ও খরুলিয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আব্দুর রহিম। এদের দুই জনের বিরুদ্ধে উখিয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। উখিয়া থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন বলেন,তাদেরকে হাতে নাতে আটক করা হয়েছে। দ্রুত বিচার আইনের মামলায় সাত কার্য দিবসের মধ্যে তাদের বিচার হবে।
You must be logged in to post a comment.