কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওয়ালটন বীচ ফুটবল টূর্নামেন্ট ২০১৫ আগামী ২৯ আগস্ট হতে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শুরু হচ্ছে।
এ উপলক্ষে ২৪ আগস্ট সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে টূর্নামেন্টের ফিকচার চূড়ান্ত হয়েছে। নক্ আউট পদ্ধতির এই টূর্নামেন্টে জেলার আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। ২৯ আগষ্ট বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে রানিং চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে শক্তিশালী বাঁশকাটা খেলোয়াড় সমিতি।
৩১ আগস্ট টূর্নামেন্টের দুটি সেমি ফাইনাল ও ১ সেপ্টেম্বর কাঙ্খিত ফাইনাল অনুষ্ঠিত হবে। চারদিন ব্যাপী এই টূর্নামেন্টে আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে।
ক’ গ্রুপের দলগুলো হলো- ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি।
খ’ গ্রুপে রয়েছে- গেল বারের রানার্সআপ আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, শতদল ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি।
এদিকে ২৪ আগস্ট সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ফিকচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন ও জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য ও টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব এ.কে.এম রাশেদ হোছাইন নান্নু, সদস্য প্রভাষক জসিম উদ্দিন,শাহীনুল হক মার্শাল, রতন দাশ, খালেদ মোঃ আজম বিপ্লব, আজমল হুদা, মালুমঘাট ক্রীড়া সংস্থার সভাপতি সাংবাদিক এম.আর মাহবুব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ দৌলা প্রমূখ।
– খবর বিজ্ঞপ্তি।
You must log in to post a comment.