অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী কযেকদিন কক্সবাজারসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে সরে এসেছে।
নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি থাকতেও বলা হয়েছে।
You must be logged in to post a comment.