সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা করল ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়

বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা করল ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের একমাত্র নারী শিক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা করল। এ নিয়ে শিক্ষার্থী ও সাধারণ লোকজনের মাঝে হাসির ঝিলিক ফুঠে উঠেছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে অত্র বিদ্যালয় হতে সকাল ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের স্কুলে গিয়ে সম্পন্ন হয়।

এসময় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন – ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, মমতাজ সাইদা আজিম, মিনুন নাহার, হেলাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান, নাজিম উদ্দীন, কবির আহমদ, সালেহা আক্তার, ছানা উল্লাহ, সুপ্রিয়া, পারভিন, শাহনেওয়াজ, জুয়েল, রুবেল, মোর্শেদ, কিশোর ও সাইফুদ্দীনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এতে অংশ নেন। তবে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, দৈনিক আজকের দেশবিদেশের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেল উদ্দীন, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রলীগ নেতা জুনাইদুল করিম, রেজাউল করিম ও মারুফ।

“সংস্কৃতি হোক ষোল আনা বাঙ্গালিয়ানা” শ্লোগানে বাংলা বছর ১৪২৩কে বিদায় দিয়ে ১৪২৪সালকে বরণ করে নেয় এ বিদ্যালয়টি। ব্যাপক ঝাঁকজমকপূর্ণ পরিবেশে বর্ষবরণ উৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, বাংলার লোক নৃত্য, বাংলার সংস্কৃতি প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামবাংলার বিভিন্ন পিঠাপুলি ও পান্থাভাত এবং বৈশাখী নানা খাবারের আয়োজন করেছিল অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ মঙ্গল শোভাযাত্রায় স্কুলের ছাত্রীরা বৈশাখের শাড়ী পড়ে আর নানা অনুষঙ্গ হাতে নিয়ে অংশ নেয়। সবমিলিয়ে এবার ব্যতিক্রমধর্মী বর্ষবরণ উৎসবের অনুষ্ঠানটি সকলের নজর কাড়তে সক্ষম হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/