সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বাঁকখালী নদীতে বালি উত্তোলনের মহোত্সব : হুমকিতে আশেপাশের ঘরবাড়ী

বাঁকখালী নদীতে বালি উত্তোলনের মহোত্সব : হুমকিতে আশেপাশের ঘরবাড়ী

বাঁকখালী নদীতে বালি উত্তোলনের মহোত্সব : হুমকিতে আশেপাশের ঘরবাড়ী

বাঁকখালী নদীতে বালি উত্তোলনের মহোত্সব : হুমকিতে আশেপাশের ঘরবাড়ী

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

কক্সবাজারের প্রমত্তা বাঁকখালী নদীটি এখন মানুষের মাঝে দিনদিন অভিশাপে পরিণত হচ্ছে। শহরের ৬নং ঘাট এলাকা দিয়ে বাঁকখালী নদী হতে অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোত্সব চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট। এতে হুমকির মুখে পড়েছে আশেপাশের বহু ঘরবাড়ী ও স্থাপনা। প্রতিদিন অন্তত ডজনাধিক বড় ডাম্পারযোগে উত্তোলিত বালি ও মাটি সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে পাচারের অভিযোগ পাওয়া গেছে। এতে করে বাঁকখালী তীরবর্তী ৬নং ঘাট হতে নুনিয়ারছড়া পর্যন্ত বিশাল এলাকার শতশত ঘরবাড়ি ও মূল্যবান স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসি ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে শহরের ৬নং ঘাট সংলগ্ন পয়েন্টে বালি উত্তোলনের জন্য চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান বড় ধরনের ড্রেজার মেশিন স্থাপন করেন। সারাদিন ড্রেজার মেশিন দিয়ে দেদারছে বালি উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত এসব বালি প্রতিদিন সন্ধ্যার পর পরই বড় বড় ডাম্পারযোগে প্রতিগাড়ি বালি ৫‘শ টাকা হারে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত অন্তত ৫০ গাড়ি বালি পাচার করে যাচ্ছে একটি চক্র। এমনকি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালি উত্তোলনের ব্যাপারে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ এর অনুমতি নেয়া হয়নি বলে সুত্রটি জানিয়েছেন।

ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে নদীর বালি উত্তোলন কাজে নিয়োজিত বেশ কিছু শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে, তারা শুধুমাত্র শ্রমিক হিসেবে কাজ করছে। অনুমতি আছে কি নেই এবং কোন প্রতিষ্ঠান এধরনের কাজ চালাচ্ছে তাও জানাতে পারেনি শ্রমিকরা।

নদী কূলবর্তী বেশ কিছু অধিবাসিরা জানান, প্রতি বছর বাঁকখালী নদীর ভাঙ্গনে অনেক পরিবার গৃহহীন হয়েছে। এমনকি ফিশারীঘাট মত্স্য অবতরণ কেন্দ্রের ভবনটি ইতোমধ্যে হেলে পড়ায় তা ভেঙ্গে ফেলা হয় অর্ধেকেরও বেশি অংশ। এধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরো অর্ধশত বসতঘর, বরফ মিলসহ মূল্যবান বিভিন্ন স্থাপনা। এছাড়া বালি ভর্তি বড় বড় ডাম্পার চলাচল করায় গুরুত্বপূর্ণ বিমান বন্দর সড়কটিও স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এর পরও চলছে জনস্বার্থ বিরোধী কাজ। বিনা অনুমতিতে বালি উত্তোরণ করে তা বিক্রির সুযোগ পাওয়ায় আরো কয়েকটি স্থানে ড্রেজার মেশিন বসানোর প্রস্তুতি নিয়েছে বেশ কিছু চক্র।

অধিবাসিদের মতে, জেলা প্রশাসন ও অভ্যন্তরিন নৌ-পরিবহণ মন্ত্রণালয় (বিআইডব্লিউটিএ) হতে যৌথ সার্ভের মাধ্যমে কোন কোন স্থান থেকে বালি ও মাটি উত্তোলণ করা যাবে তা সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করা হোক। এতে করে একটি নদী ড্রেজিং হওয়ার পাশাপাশি অধিবাসিরা ঝুঁকি থেকে রক্ষা পাবে।

বাঁকখালী নদী সার্ভে করে বালি উত্তোলন করার দাবী জানিয়েছেন এলাকাবাসি। তা না হলে অন্তত কয়েক’শ ঘরবাড়ি ও স্থাপনা বাঁকখালী নদীর গর্বে বিরীন হওয়ার আশংকাকে উড়িয়ে দিচ্ছে না এলাকার মানুষ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/