Home / প্রচ্ছদ / বাংলাদেশি হাজিদের জন্য হটলাইন

বাংলাদেশি হাজিদের জন্য হটলাইন

বাংলাদেশি হাজিদের জন্য হটলাইনসৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে অন্তত ৭১৭ হাজি নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ । এছাড়া আহত হয়েছেন আরো ৮৬৩। এদিকে পদদলিতের ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক টুইটবার্তায় জানায়, ইতোমধ্যে ৪ হাজার উদ্ধারকর্মীকে সেখানে পাঠানো হয়েছে। এছাড়া দুই শতাধিক উদ্ধার ইউনিট কাজ করছে। আহতদেরকে নিকটস্থ চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকের পাতায় বলেছেন, ‘মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেওয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব।

মিনাতে বাংলাদেশি হাজিদের জন্য হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।’

– প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: