সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বান্দরবানে অস্ত্রসহ জেএসএস ২ সদস্য আটক

বান্দরবানে অস্ত্রসহ জেএসএস ২ সদস্য আটক

বান্দরবানে অস্ত্রসহ জেএসএস ২ সদস্য আটক

বান্দরবানে অস্ত্রসহ জেএসএস ২ সদস্য আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার চর এলাকায় রোববার ভোর রাতে অভিযান চালিয়ে মিহির চাকমা (৩৩) ও উক্যচিং মারমা (৩০) নামে দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১টি একে ২২ রাইফেল, ১টি পিস্তল, দুইটি অস্ত্রের ৬৯ রাউন্ড গুলি, চাঁদার রশিদ, দুই লাখ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক মিহির চাকমা রাঙ্গামাটির জুরাছড়ি এলাকায় মৃত ধন কুমারের ছেলে ও উক্যচিং মারমা রুমা এলাকার ক্যচিং মারমার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে রুমা জোনের সেনাবাহিনীর একটি দল রুমার চর এলাকায় খবর পেয়ে অভিযান চালায়। সেখান থেকে মিহির চাকমা ও উক্যচিং মারমা নামের ২ যুবককে আটক করা হয়।

আটক দু’জনকে রুমা জোনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত দুইজনই জনসংহতি সমিতির সদস্য বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। দীর্ঘদিন থেকে একটি চক্র রুমাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর নাম দিয়ে ব্যাপকভাবে চাঁদা আদায় করে আসছে। এর আগেও সেনাবাহিনী রুমা থেকে মংনু মারমা নামের এক চাঁদাবাজকে আটক করে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/