এস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়ার পাহাড়ি লোকালয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বসতঘরে লুটপাটের খবর পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভুগী গৃহবধূ জড়িতদের নামোল্লেখ করে চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভারুয়াখালী রাব্বানপাড়া এলাকার দিন মজুর মোঃ আসহাব উদ্দিনের স্ত্রী এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ২৬সেপ্টম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে একই গ্রামের ৭নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার মোঃ রফিকের পুত্র হারুনুর রশিদ (৩২) ও বারইয়াকাটা এলাকার মৃত সিরাজুল হকের পুত্র নুর আহমদ (৪৫) ৫/৬জনের একদল বেআইনী জনতায় দল গঠন করে মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাদিনীর বসতঘরে হানা দেয়।
এসময় ওই বসতঘরের ঘেরাবেড়া ও দরজা-জানালা ভাংচুর চালাইয়া ঘরের ভিতর অনধিকার প্রবেশ করতঃ স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ঘটনার প্রতিবাদ জানাইয়া বাঁধা দিলে অভিযুক্তরা ওই গৃহবধূর পড়নের কাপড় চোপড় টানাহেজড়া করিয়া ছিড়ে ফেলে ও বেদম মারধর করিয়া শ্লীনতাহানি করে। পরে, একাকি অবস্থায় গৃহবধূকে বেদম পিটিয়ে আহত করে অজ্ঞান অবস্থায় রেখে বসতঘরের আলমারী ভেঙ্গে নগদ টাকা-পয়সা দামী মালামাল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়া যায়। খবর পাইয়া আহত গৃহবধূর স্বামী আসহাব উদ্দিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করান। বিজ্ঞ আদালত আগামী ১৭নভেম্বর মামলার ধার্য তারিখ নির্ধারন করিয়া ঘটনায় জড়িতদের আদালতে হাজির হতে সমন জারী করেছে বলে সূত্র জানায়। অভিযুক্তদের সাথে যোগাযোগ করে মন্তব্য জানতে চাইলে বিষয়টি শাক দিয়ে মাছ ডেকে উদোর পিন্ডি বুধোর গাড়ে চাঁপানোর পাঁয়তারা বলে জানান।
You must be logged in to post a comment.