এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সারাদেশব্যাপী দিশেহারা বিএনপি, লাইসেন্সবিহীন জামায়াতের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করলো ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।
১৬ই নভেম্বর বিকেল চারটার ঈদগাঁও স্টেশন
পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে গরু বাজার প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে এসেই শান্তি সমাবেশ মিলিত হয়। অংশ নেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, পোকখালী আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, ইসলামপুর আওয়ামীলীগের সভাপতি মনজুর আলম, জালালাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আহমদ করিম সিকদার, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, পোকখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাহের আহমদ, আ,লীগের নেতা সেলিম বাবুল, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ, ছাত্রনেতা ইরফানুল করিম, সাদ্দাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা, নুরুল কবির, সামশুল আলম, সেলিম উল্লাহ সিরাজীসহ তৃণমূল পযার্য়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আনন্দ মিছিল শেষে বাসষ্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। ঈদগাঁওর রাজপথ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
You must be logged in to post a comment.