‘এবারের বাচ্চাগুলো খুবই সুরেলা। ভীষণ ভালো গায়। শুভ আমার দোস্ত। কাজটা করে ভালো লেগেছে। খুব মজা পেয়েছি’- বলছিলেন কনা। চ্যানেল আইয়ের আয়োজনে শিশুদের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এ অতিথি বিচারক হওয়ার অভিজ্ঞতা জানালেন তিনি।
এবারই প্রথম কোনো সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক হলেন কনা। বিচারকাজের পাশাপাশি কনা এক-দুই লাইন গানও গেয়েছেন। তার মতো আরিফিন শুভর জন্যও এটা নতুন অভিজ্ঞতা। তাদের নিয়ে ধারণকৃত পর্বটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে।
আরিফিন শুভ ও কনার মাঝে মূল বিচারক হিসেবে ছিলেন এস আই টুটুল। প্রতিযোগিতার আরেক বিচারক ফেরদৌস আরা।
-বাংলাদেশপ্রেসডটকম,ডেস্ক।
You must log in to post a comment.