এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঈদগাঁওতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে নিজস্ব সামর্থ্য অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এ দিবস দু’টি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এতে বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মাস্টার নরুল আজিম, মুক্তিযোদ্ধা ডাক্তার শামসুল হুদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সহকারি উপজেলা শিক্ষক অফিসার মোঃ জহিরুল ইসলাম, সোনালী ব্যাংকের অপারেশন ম্যানেজার শারমিন সুলতানা রুহি, রাজিবুল হক রিকু ও তারেকুল হাসান প্রমুখ।
সভায় বিজয় দিবসের দিন ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন, ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন,আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, ইসলামাবাদ চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক, ইসলামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, পোকখালি চেয়ারম্যান রফিক আহমদ, ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মোঃ রিদুয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হারুন- উর রশিদ, ঈদগাঁও উপ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তৃণা সাহা, পবিস ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএম রাজন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাসেদুল হাসান মোঃ মহি উদ্দিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম তালুকদার, ইউল্যাব মোহাম্মদ সাহেদ, এইউএফপিও মোঃ হালিম উল্লাহ, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন, ইসলামপুর লবণ মিল মালিক সমিতির মঞ্জুর আলম, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমসহ অনেকে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
You must be logged in to post a comment.